বাদাম ভর্তা বলতেই পুষ্টিতে ভরপুর
আমাদের দেশে প্রায় পরিবারেই ভর্তা পছন্দ করেন।তবে ভর্তা বলতেই আলু,বেগুন,শুটকি ইত্যাদি সবাই বানায়।বাদাম ভর্তা ? হ্যাঁ ! বাদাম ভর্তা বলতেই পুষ্টিতে ভরপুর।
বাদাম অত্যন্ত পুষ্টিকর খাবার।প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ আরও অনেক কিছু।
বাদামের উপরের লাল আবরণ না ফেলাই ভাল এটা অনেক উপকারী।আমি আজ দুপুরে প্রথম বাদাম ভর্তা খেলাম সত্যিই অসাধারণ স্বাদ।
চলুন দেখে নিই কীভাবে বানাবেন বাদাম ভর্তা।
![]() |
বাদাম ভর্তা |
উপকরণ:
উপকরণ | পরিমান |
বাদাম | ২৫০ গ্রাম |
শুকনা মরিচ | ৬ টি |
পেঁয়াজ-কুচি | ২ টি (বড় পেঁয়াজ ) |
রসুন-কুচি | ১ টি |
সরিষার তেল | এক চা চামচ |
লবণ | স্বাদমতো |
প্রণালী:
প্রথমে বাদাম গুলো ভেজে ঠান্ডা করুন তাতে বাদাম মচমচে হবে ।তারপর বাদাম, পেঁয়াজ, রসুন, শুকনা-মরিচ, সব একসাথে বাটুন।এবার সরিষার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার বাদাম ভর্তা।
![]() |
বাদাম ভর্তা |
কাঁচা পিয়াজ কয়েক ঘন্টা পরেই গন্ধ হয়ে যাবে।তাই হালকা ভাজা পিয়াজ দিয়ে বাদাম বর্তা বানালে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন